১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিলুপ্তপ্রায় মন্ডলী প্রথাকে পুণরায় জনপ্রিয় করতে ৫ গ্রামের মন্ডল প্রধানী কমিটির সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৪, ২০২৩
69
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বিলুপ্তপ্রায় মন্ডলী প্রথাকে পুণরায় জনপ্রিয় করতে ৫ গ্রামের মন্ডল প্রধানী কমিটির সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বুধবার আলমডাঙ্গার ডামোশ অটো রাইস মিলের পাশে ৫ গ্রামের শতাধিক মন্ডল প্রধানীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে ৫ গ্রামের মন্ডল প্রধানী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ডল প্রধান সমিতির সাধারন সম্পাদক রবিউল হক পকু, মন্ডল প্রধান সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সামসুজ্জোহা সাবু মিয়া, খাইরুল ইসলাম, হাজী ঠান্ডুৃ রহমান, হক সেলিম, আবুল কালাম আজাদ বেল্টু মিয়া, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মানোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার মন্ডলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মন্ডল প্রধান শাহাদত হোসেন, রিকাত আলী, সিতাব আলী, জগলুল আরেফিন, সেকেন্দার আলী, রেফাউল হক, আলতাফ হোসেনসহ ৫ গ্রামের ১শ ১৭ জন মন্ডল প্রধান।

সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে পুনরায় বীর মুক্তিযোদ্ধাকে এম সবেদ আলীকে সভাপতি ও রবিউল ইসলাম পকু মিয়াকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়াও কমিটির সহসভাপতি ব্যাংকার সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ বেল্টু মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল , সাংগঠনিক সম্পাদক হক সেলিম , প্রচার সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ হাজী ঠান্ডু রহমান , প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম , দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, সদস্য সামসুজ্জোহা সাবু মিয়া, হাজী শহিদুল ইসলাম, সিতাব আলী, আলতাফ হোসেন, খাইরুল ইসলাম, মজিবর রহমান মজি, বজলুর রহমান, রেফাউল হক, দৌলত হোসেন, সাদ আহম্মেদ, আব্দুল লতিফ, মীর আব্দুল হাকীম, সেকেন্দার আলী, সরোয়ার উদ্দিন, হাজী রফিকুল ইসলাম মুকুল, জগলুল আরেফিন ফেরদৌস, দৌলত আলী।

সম্মেলনে বক্তারা বলেন, একটি গ্রামের মন্ডলরা ইচ্ছা করলে সমাজ থেকে বাল্যবিয়ে, মাদকসহ সব ধরণের অপরাধ কর্মকান্ড দূর করে সুন্দর সমাজ গড়ে তুলতে পারেন। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram