৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বক্সিপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর পিঠে ২২টি সেলাই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৪, ২০২৩
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বক্সিপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর পিঠে ২২টি সেলাই দিয়েছে চিকিৎসক। দা দিয়ে কুপিয়ে নিজেই প্রতিবেশিদের সহযোগীতায় রক্তাক্ত স্ত্রী মুরশিদাকে হাসপাতালে ভর্তি নিয়ে করেন আরশেদ আলী। হাসপাতাল স্ত্রীকে ভর্তি করে বাইরে আসলে আরশেদ আলীকে আলমডাঙ্গা থানা পুলিশ হেফাজতে নিয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গার বক্সিপুর গ্রামে ঘটনাটি ঘটে।


জানা গেছে,বক্সিপুর গ্রামের খালপাড়ার আরশেদ আলীর বাড়িতে তার ছেলের শ্বশুর বেড়াতে আসেন। বাজার করে নিয়ে আসার পর রান্না করা নিয়ে আরশেদ ও মুরশিদার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় মুরশিদার পুরানো পরকিয়ার প্রসঙ্গও তাদের কথা কাটাকাটিতে উঠে আসে। এতে মুরশিদা হৈচৈ শুরু করে।

এমন পরিস্থিতে ছেলের শ্বশুর বিব্রত হয়ে না খেয়েই বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় আরশেদ আলী স্ত্রীর ওপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ঘর থেকে দা নিয়ে এসে প্রথমে মাথায় ও পরে মুর্শিদার পিঠে সজোরে কোপ মারেন। এক কোপেই মুর্শিদার রক্তাক্ত জখম হন। গুরুতর আহতাবস্থায় মুর্শিদাকে স্বামী আরশেদ আলী প্রতিবেশীদের সহযোগীতায় উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যান। পুলিশ আরশেদকে আটক করে থানায় নিয়ে আসে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram