আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের মুক্তা কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের মুক্তা কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। ১ জানুয়ারী গভীর রাতে বাজারের পাহারাদারের নজর ফাঁকি দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নতুন মোবাইল, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানাগেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারের নগরবোয়ালিয়া গ্রামের সোহবার হোসেনের ছেলে আনিছুর রহমান আলো মুক্তা কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দীর্ঘ বছরধরে ব্যবসা করে আসছে। তিনি তার দোকানে নতুন মোবাইল সেট, মেমোরিসহ মোবাইলের সকল প্রকার মালামাল বিক্রয় করে। প্রতিদিনের ন্যায় ১ জানুয়ারীর সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়ি যায়।
সকালে দোকান খুলে দেখতে পায় তার দোকাদের চালের টিন কাটা। তার চিৎকারের বাজারের অন্যান্য দোকানদাররা ছুটে আসে। পরে তিনি দেখতে পান তার দোকান থেকে দুইটা নতুন মোবাইল সেট, কম্পিউটারের এলইডি মনিটর, নগদ টাকাসহ লক্ষাধিক টাকা মালামাল চুরি করে নিয়ে গেছে। হাটবোয়ালিয়া বাজারে পাহারাদার নিয়মিত পাহারা দেয়। পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে সুযোগ সন্ধানী চোরচক্র তার দোকানে চুরি করে নিয়ে গেছে।
তবে বাজারের অনেকেই জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন বাজারের প্রায় প্রতিটি দোকানে সিসি ক্যামেরা আছে। তবে মুক্তা কম্পিউটারের মালিক তার দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলে চোরচক্র চুরি করার সাহস পেত না।