আলমডাঙ্গার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই
বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ২০২৩ সালের বই উৎসব পালন করা হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকাল ১০টায় আলমডডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব উদ্বোধন করেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুনের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ। আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরিউল ইসলামের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক।
পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক।
এরশাদপুর একাডেমির সহকারী প্রধান শিক্ষক মীর কাঞ্জুন আরেফিনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।
এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি এম সবেদ আলী।
হাটবোয়া লিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেরেপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি হাজী জিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী, মাস্টার, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার আনোয়ারুল আলম, হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকী।
জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন।
সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সভাপতি মহিদুল ইসলাম মহিদ।
এছাড়াও কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর সামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, নার্গিস ইসলাম বালিকা বিদ্যালয়, ওসমানপুর, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়, জামজামী বালিকা বিদ্যালয়, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমি, ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা বালিকা বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বই উৎসব পালন করেছে।