৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যূতস্পৃষ্টে আলমডাঙ্গার বড়বোয়ালিয়া গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি হৃদয় হাসানের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১, ২০২৩
109
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: কাজ করার সময় বিদ্যূতস্পৃষ্ট হয়ে মারা গেছেন আলমডাঙ্গার বড়বোয়ালিয়া গ্রামের হৃদয় হাসান নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি। ১ জানুয়ারি রবিবার সকালে তিনি পার্শ্ববর্তী ওসমান গ্রামে ঘরের সিড়িতে এসএস পাইপের কাজ করার অসাবধানতাবশত বিদ্যূতস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে দ্রæত হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।


জানাগেছে, উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের বড় বোয়ালিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে হৃদয় হাসান (২৫) গ্রামের বাজার মায়ের দোয়া নামের একটি ওয়ার্কসপ দিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করেন। তার পিতার মৃত্যুর পর মায়ের দায়িত্ব পড়ে তার উপর। ২/৩ বছর আগে হৃদয় বিয়ে করেছে। ঘরে দেড় মাসের একটি পুত্র সন্তান রয়েছে। পাশ^বর্তি ওসমানপুর গ্রামের মৃত সূর্য মন্ডলের ছেলে নিয়ামতের বাড়িতে জানালা, দরজা, সিড়ির কাজের কন্ট্রাক্ট নেন। রবিবার সকালে হৃদয় হাসান কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যূতস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে দ্রæত হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান


হৃদয় হাসানের আকস্মিক মৃত্যুতে যেন আকাশ ভেঙ্গে পড়েছে স্ত্রীর মাথায়। মাত্র দেড় বছরের শিশুপুত্রকে নিয়ে অগাধ সমুদ্রে পড়েছেন তিনি। মা, স্ত্রীসহ নিকট আত্মীয়দের বুকফাটা আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে। রবিবার সন্ধায় গ্রামের গোরস্থানে মরহুমের লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram