৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জনপ্রিয় নান্দনিক “আহার আমার বাংলা” রেস্তুরার উদ্বোধনকালে সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৩১, ২০২২
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার ডামোস মাঠের জনপ্রিয় নান্দনিক “আহার আমার বাংলা” রেস্তুরা শহরের প্রাণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে।

আহার আমার বাংলা রেস্তুরার উদ্বোধন করেন সিঙ্গাপুরস্থ ব্যবসায়ী সংগঠনের বিডিচেমের সভাপতি ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক।

৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা শহরের হাইরোডের জুতাপট্টির বিপরিতে মেডিসিন কর্ণারের গলিতে আহার আমার বাংলা রেস্তুরার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক আলমডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন ব্যক্তিত্ব আব্দুল ওহাব, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক নাজমুল হক স্বপন, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, অ্যাড. মারুফ সরোয়ার বাবু, গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, সাবেক উপসহকারী কৃষি অফিসার আব্দুস সালাম, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন, রাসেল পারভেজ, সাবেক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, চৌধুরী জাহাঙ্গীর আলম, মোকলেছুর রহমান মিলন, সোহেল, ইমরান হাসান রুবেল, কামরুল হাসান হিমেল।

প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী গোলাম মোস্তফা বিশ্বাস জানান, ভোজন প্রিয়দের অনুরোধে তাদের সুবিধার্থে ডামোস মাঠ থেকে আহার আমার বাংলা রেস্তুরাটি আলমডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র নিয়ে আসা হয়েছে। এখানে দেশি, ইন্ডিয়ান, থাই, তুর্কি, চাইনিস, অ্যারাবিকসহ ৪০ প্রকার খাবার পাওয়া যাবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram