মীর মহি উদ্দীনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দুদুর উপস্থিতিতে উৎফুল্ল নেতাকর্মীরা

অনেকদিন পর আলমডাঙ্গার বিএনপি নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুর ঘনিষ্ঠ সান্নিধ্যে কাটালেন। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সপরিবারে শনিবার আলমডাঙ্গায় এসেছিলেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দীনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে।
আলমডাঙ্গা পৌরসভার সাবেক দুইবারের মেয়র মীর মহিউদ্দীনের জ্যৈষ্ঠ কন্যা চিকিৎসক মৌনালীর বিয়ের অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষ আমন্ত্রিত ছিলেন। কিন্তু নিমন্ত্রণের সংখ্যার-চে উপস্থিতির আধিক্য নজরে পড়ার মত ছিল। উল্লেখযোগ্য সংখ্যক দলীয় নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামের নেতাকর্মীদেরও অনুষ্ঠানে যোগদিতে দেখা গেছে।
দীর্ঘ সময়ব্যাপী দুদু বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা শামসুজ্জামান দুদুকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন। সকলেই কুশলাদী বিনিময় করতে ছুটে যান। সেল্ফি তুলতেও অনেককেই ব্যস্ত থাকতে দেখা গেছে। বয়ষ্করা প্রিয় নেতাকে কাছে পেয়ে খোশগল্পে মেতে উঠেন। ব্যক্তিগত কুশলাদী বিনিময়ের পর অনেকে প্রিয় নেতার কাছে জাতীয় রাজনীতির খবর জানতে চান।
চিকিৎসক মৌনালী চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে চিকিতসাবিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। রাজবাড়ীর বিনোদপুরের মঈন উদ্দীনের ছেলে এভিয়েশন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান লিমনের সাথে চিকিৎসক মৌনালীর শুভ বিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে দলমত নির্বিশেষে এলাকার নিমন্ত্রিতরা ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। সাবেক পৌর মেয়র মীর মহিউদ্দিন মেয়ে ও জামাইয়ের দীর্ঘসুখি জীবনের প্রত্যাশায় সকলেল নিকট দোয়া চেয়েছেন।