আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার হাদি জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
আইন শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমাজসেবা অফিসার সাঈদ হাসান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দার, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামী চেয়ারম্যান নজরুল ইসলাম, বেলগাছি চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমূখ।