আলমডাঙ্গা থানার 'অভিবাদন মঞ্চ' ও থানা জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন এসপি আব্দুল্লাহ্ আল-মামুন
আলমডাঙ্গা থানা চত্বরে নবনির্মিত 'অভিবাদন মঞ্চ' ও থানা জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। ২৯ ডিসেম্বর বিকেলে তিনি এ দুটি কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে সাথে নিয়ে মসজিদের দ্বিতল ভবনটি ঘুরে ঘুরে দেখেন।
এসময় তিনি আলমডাঙ্গা থানার অভিবাদন মঞ্চ ও থানা জামে মসজিদের দ্বিতল ভবনের কাজ দেখে প্রশংসা করেন।
'অভিবাদন মঞ্চ' উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, এসআই সালাহ উদ্দিন, এসআই প্রিয়তোষ, এসআই আমিনুর রহমান, এসআই জমির, এসআই সমীর চন্দ্র, এসআই সঞ্জিত কুমার, এসআই হাদীউজ্জামান, এসআই দেবাশিষ, এসআই ইউসুফ, এসআই পলাশ, এসআই রুমিয়া, এএসআই জামির, এএসআই মোস্তফা, এএসআই রিয়াজ, এএসআই পলাশ, এএসআই শিপন, এএসআই শামীমুর।
এরপর আলমডাঙ্গা থানা জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক লিমন, মোয়াজ্জেম লাভলু, আবু সায়েম লিপু, আলহাজ¦ আবু মুসা, শফিকুর রহমান খান, আশাদুল ইসলাম প্রমুখ।