আলমডাঙ্গায় পুকুরের মাটি কেটে বিক্রয় করার অপরাধে কুমারীর রঞ্জুকে ১ লাখ টাকা জরিমানা
কৃষি জমিতে অবস্থিত পুকুরের মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে আলমডাঙ্গার কুমারী গ্রামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন। ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই পুকুরের মাটি বিক্রয়কারীকে ওই জরিমানা করেন।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান রঞ্জু কামালপুর গ্রামের চরপাড়া মাঠের একটি পুকুর কেটে খনন করে দেওয়ার জন্য পুকুরের মাটি ক্রয় করেন। সম্প্রতি তিনি সেই পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে এলাকার বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন।
অভিযোগের সত্যতার প্রমান পেয়ে ভ্রাম্যমাণ পরিচালনা করেন। এসময় মাটি কেটে বিক্রয়কারীকে ১ লাখ টাকা জরিমানা করেন এবং মাটি বিক্রয় না করার নির্দেশ প্রদান করেন।