আলমডাঙ্গায় মোটরযান অধ্যাদেশ আইনে ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় মোটরযান অধ্যাদেশ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ২৮ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা সহকারি কমিশনার ভ‚মি নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলমডাঙ্গা পৌর বাসটার্মিনালের নিকট মোটর সাইকেল অধ্যাদেশ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মোটর সাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ব্যবহার না করার অপরাধে ৫ জনকে জরিমানা করেন।
জরিমানা প্রদানকারি ব্যক্তিরা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের বায়পাড়ার ফকির চাঁদের ছেলে মাসুদ রানাকে ২ হাজার ৫শ টাকা, আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের আশাদুল হকের ছেলে রাকিবুল ইসলামকে ২ হাজার টাকা, মাদরহুদা গ্রামের ইউনুস আলীর ছেলে নাজমুল হককে ২ হাজার টাকা, যাদবপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে আলামিনকে ২ হাজার ৫শ টাকা, মধুপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রবিকে ১ হাজার টাকা জরিমানা করেন।
পরে সকলে জরিমানার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যান। এসময় আলমডাঙ্গা থানার এএসআই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলন।