আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা সিআইডির মাদক বিরোধী অভিযানে ৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাব্বির গ্রেফতার
চুয়াডাঙ্গা সিআইডি পুলিশ মুন্সিগঞ্জ মদনবাবুর মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ছোটপুটিমারির খন্দকার হাসানুল বান্না সাব্বিরকে গ্রেফতার করেছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ ডাঃ আকছেদ আলীর হোমিও চেম্বারের সামনে থেকে ফেন্সিডিল বিক্রয়কালে সাব্বিরকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলা জেহালা ইউনিয়নের ছোটপুটিমারি গ্রামের খন্দকার হেলালুর রহমানের ছেলে খন্দকার হাসানুল বান্না সাব্বির(৩০) দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের নাকের ডোগায় মাদক দ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। এছাড়াও মুন্সিগঞ্জ এলাকার ট্যাপেন্টাডল, গাঁজাসহ সর্বপ্রকার মাদক দ্রব্য পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে এসআই বিলস্নাল হোসেন, এসআই জিলস্নুর রহমান, এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাব্বির পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। আটকের পর তাকে তলস্নাশি করে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে চুয়াডাঙ্গা সিআইডি পুলিশ। এবিষয়ে আলডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।