আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত
বান্ধবী ছিলাম, বান্ধবী আছি , বান্ধবী থাকব’ এই স্লোগানে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা ও বান্ধবী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকাল ৯টার থেকে বিকাল পর্যন্ত পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে বান্ধবীদের বরণ করে নেয় আয়োজকরা।
এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা উপলক্ষে সকাল ৯টা থেকে বিদ্যালয় চত্বরে সবাই এক এক করে মিলিত হতে থাকে। বান্ধবীদের কুশল বিনিময় শেষে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বান্ধবী সংগঠনের উদ্যোগে মিলনমেলায় সংগঠনের সভাপতি উম্মে হালিমা কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধ দাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
বান্ধবী সংগঠনের কোষাধ্যক্ষ লিমা খাতুনের পরিচালনায় বক্তব্য রাখেন বান্ধবী সংগঠনের সদস্য দিল আফরোজ, আবেদা ফেরদৌস, জিন্নাত আরা ফেরদৌস, সুরাইয়া শারমিন কুসুম, মৌসুমী আক্তার, মামুনি মুস্তারি, লাবনী বিশ্বাস লাবণ্য, মুসলিমা আক্তার সীমা, মুক্তা রানী দত্ত, ফারহানা রহমান, সবিতা অধিকারী, আজমেরী বুলবুল, সালমা আক্তার সুলতানা হেলেন প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।