কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের -- প্রাণের শিক্ষাঙ্গনের আজ হীরক জয়ন্তী। এ উপলক্ষে আনন্দযজ্ঞে মেতে উঠে প্রিয়াঙ্গন।
শুধু বিদ্যালয় প্রাঙ্গণ কেন? এ খুশির বাঁধভাঙ্গা হিল্লোল ছড়িয়ে পড়েছে গোটা গ্রামজুড়ে। পৌষের তীব্র শীতের কাঠিন্য উপেক্ষা করে প্রত্যেকের মনরাজ্যে এক হাটু বসন্ত উপস্থিত হয়েছে। যেন " আনন্দ বনে বসন্ত এলো, ভুবন হলো সহসা প্রিয় দরশা মমনোহর। " সত্যি তো এই বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করতে, প্রাণের উৎসবে মিলতে কতজন কত দূর থেকে ছুটে এসেছেন। কত শত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রিয়জন, প্রায় ভুলে যাওয়া দুর্লভ স্মৃতির স্মারক এ সব সতীর্থদের সান্নিধ্য ভাগ্যের ব্যাপার! কত কলহাস্য, বুকে বুক মেলানো! আহা " আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়।"
আত্যন্তিক আন্তরিকতাপূর্ণ কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী সাড়ম্বরে পালিত হয়েছে রবিবার ২৫ ডিসেম্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাজেদুল আলম, ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এস এম ইনছানুল হক।
সহকারী শিক্ষক জিয়া উল হকের উপস্থাপনায়উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মস্তফা কামাল, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, পান্না গ্রুপ লিমিটেডের সিইও সাজেদুর রহমান বাবু।