আলমডাঙ্গার গাছ চুরি করে কাটার সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গাছ ফেলে পালিয়েছে চোরচক্র
আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের এস ৯ জি খালের শেষ মাথায় গাছ চুরি করে কাটার সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরচক্র। ২২ ডিসেম্বর সন্ধ্যায় সুযোগ সন্ধানী চোরচক্র পোলতাডাঙ্গা আঠারোখাদা মাঠে ৪টি ইপিলইপিল গাছ কেটে চ্যালো ইঞ্জিন চালিত টলিতে বোঝাই করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা বন বিভাগের স্টাফ উপস্থিত হয়। তাদের উপস্থিততি টের পেয়ে চোরচক্র চুরি করা গাছ বোঝাই টলি ফেলে পালিয়ে যায়।
জানাগেছে, উপজেলার বাড়াদি ইউনিয়নের পোলতাডাঙ্গা আঠারোখাদা গ্রামের জিকে প্রকল্পের এস ৯ খালের দুই পাশে কয়েক বছর আগে পোলতাডাঙ্গা ও আঠারোখাদা গ্রামের কিছু যুবক বনায়ন সমিতি করে ইপি
লইপিলসহ বেশ কয়েক প্রকার গাছ লাগিয়েছে। সেই গাছ এখন কাটার মত হয়ে গেছে। মাঝে মাঝে এলাকার সুযোগ সন্ধানী চোরচক্র রাতের আধারে গাছ চুরি করে কেটে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় আঠারোখাদা গ্রামের একটি স্যালো ইঞ্জিত চালিত একটি টলি নিয়ে গাছ কেটে বোঝাই করছিল। এসময় আলমডাঙ্গা বন বিভাগের স্টাফ গোপন সংবাদের ভিত্তিতে মাঠে উপস্থিত হয়ে তারা গাছ বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগের লোকজন গাড়ি, কাটা গাছসহ গাছকাটার সরঞ্জাম জব্দ করে চুয়াডাঙ্গা জেলা বন অফিসে নিয়ে জমা দিয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এ গাছ কাটার বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কিছু নেতা কয়েক দফা চেষ্টা করেছে। তবে তাদের পক্ষে তা সম্ভব হয়নি।