১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমিতে ( আলমডাঙ্গা একাডেমি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২২, ২০২২
216
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা আল ইকরা ক্যাডেট একাডেমিতে ( আলমডাঙ্গা একাডেমি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সকাল ৯ টার দিকে একাডেমী ভবন চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষার একডেমিক সুপারভাইজার ইমরুল হক, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা একাডেমির পরিচালক মোঃ আব্দুল হাই।

প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুস শাহিন শাহিদর উপস্থাপনায় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল করিম, সদস্য মাওলানা জুলফিকার আলী, মাওলানা আশরাফুল আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, অ্যাডভোকেট রবকুল হোসেন, সাবেক সদস্য আলী আকবর, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। সভায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক। উক্ত অনুষ্ঠানে আল ইকরা ক্যাডেট একাডেমির সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram