৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনাসভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২২, ২০২২
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা হারদী এম এস জোহা ডিগ্রী কলেজের হলরুমে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। তিনি বলেন,দেশ ৫১ বছর স্বাধীন হয়েছে,৭১ সালে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দেন,যা পরবর্তিতে চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল।

মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা জেলার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।তৎকালিন ইপিআরের মেজর আবু ওসমান চৌধুরি দক্ষিণ পশ্চিম রনাঙ্গনের উপদেষ্টা ডাঃ আসাবুল হক হ্যাবার সাথে পরামরাশ করে কুষ্টিয়া প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পড়ে।চুয়াডাঙ্গা বাংলাদেশের অস্থা্য়ী রাজধানী,৭১সালে চুয়াডাঙ্গা মহকুমায় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন ও শপথ নেবার কথা থাকলেও পাকিস্থানি সেনারা চুয়াডাঙ্গায় বোমা নিক্ষেপ করতে থাকলে বাধ্য হয়ে মেহেরপুর বৈদ্যনাথতলার আম্রকাননে অস্থায়ী সরকার গঠন ও শপথ পাঠ করানো হয়েছিল।

সভায বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক,উপাধ্যক্ষ নিয়ামত আলী,সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খান,জিবি সদস্য মজিবর রহমান,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক খ,হামিদুল ইসলাম।


ফারুক হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram