৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের শিরোপা জেতায় আলমডাঙ্গার উচ্ছসিত সমর্থকেদের শহরে আনন্দ মিছিল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৯, ২০২২
124
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের শিরোপা জেতায় দলটির আলমডাঙ্গার উচ্ছসিত সমর্থকেরা শহরে আনন্দ মিছিল করেছেন। তারা আতসবাজি ফুটিয়ে, নেচে-গেয়ে , ভুভুজেলা বাঁজিয়ে বিজয় উদযাপন করেন।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ বলে শ্লোগানও দেন। প্রিয় দল আর্জেন্টিনার তৃতীয় বারের মত বিশ্বকাপ জেতায় আলমডাঙ্গার সমর্থকেরা এ আনন্দ মিছিলের আয়োজন করেন। সোমবার বিকালে আলমডাঙ্গা সরকারী কলেজ মাঠ থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের সড়কগুলো প্রদক্ষিন করে।

এ সময় সমর্থকরা ঢাক-ঢোল পিটিয়ে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে উল্লাস করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেনআলমডাঙ্গা উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, সখি ফ্লিমস ও সৃষ্টি মাল্টিমিয়ার সভাপতি আব্দুর জব্বার লিপু, রাজিবুল ইসলাম রাজিব, শরিফুল ইসলাম রোকন, সিরাজুল ইসলাম, লিমন মল্লিক, শাকিলসহ কয়েকশ সমর্থকরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram