আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে নবনির্বাচিত গার্মেন্টস মালিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গার্মেন্টস মালিক সমিতির নবনির্বাচিত সদস্যরা। ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে প্রথমে আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন সমিতির সদস্যরা। এ সময় নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সাথে সাক্ষাত করেন তারা। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, গার্মেন্টস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুস সামাদ বাবলু, সাধারণ সম্পাদক কামরুল হক রনি, সহ-সভাপতি সেলিম হোসেন, ক্রীড়া সম্পাদক এনায়েত হোসেন সাবু, সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন, কোষাধ্যক্ষ সফিউল আলম মিলন, প্রচার সম্পাদক আলম হোসেন, ধর্মীয় সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য খন্দকার রকিবুল ইসলাম রিয়েল, আকরাম হোসেন, মহসিন আলী ও অপু বিশ্বাস।