আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে নবনির্বাচিত গার্মেন্টস মালিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাত
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে নবনির্বাচিত গার্মেন্টস মালিক সমিতির সদস্যরা সৌজন্য সাক্ষাত করেছেন। ১৮ ডিসেম্বর রবিবার দুপুরে নবনির্বাচিত গার্মেন্টস মালিক সমিতির সদস্যরা আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতকালে নবনির্বাচিত গার্মেন্টস মালিক সমিতির সদস্যরা আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নিকট সার্বিক সহযোগীতা কামনা করেন। এসময় আলমডাঙ্গা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা গার্মেন্টস মালিক সমিতির সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে চলবেন। সকল ব্যবসায়ীদের আলমডাঙ্গা থানার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আব্দুস সামাদ বাবলু, সাধারণ সম্পাদক কামরুল হক রনি, সহ-সাধারণ সম্পাদক পদে রুবেল হেসেন, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদি হোসেন, কোষাধ্যক্ষ পদে শফিউল আলম মিলন হোসেন, প্রচার সম্পাদক পদে আলম হোসেন, ধর্মীয় সম্পাদক পদে রবিউল ইসলাম, কার্যকরী সদস্য খন্দকার রকিবুল ইসলাম রিয়েল আকরাম হোসেন, মহসিন আলী, ও অপু বিশ্বাস ।