বন্ধুর মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন সাগর
বন্ধুর মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন কুষ্টিয়ার দৌলতপুরের ২২ বছরের টগবগে যুবক সাগর । এসময় মটরসাইকেলের পিছনে থাকা অপর বন্ধু সবুজ মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সবুজকে মূমূর্ষু অবস্থায় পথচারীরা আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে আসেন। ১৮ ডিসেম্বর বিকাল ৩টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চক গোপিনাথপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সবুজ(২২) কয়েকদিন আগে কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুর গ্রাম থেকে একটি পুরাতন অ্যাপাসি ফোরভি মটর সাইকেল কেনেন। সবুজ তার বন্ধু রিফায়েতপুর সোনাইকান্দি গ্রামের মেজর আলীর ছেলে সাগর আলী(২২)কে সাথে নিয়ে আলমডাঙ্গার মোল্লা মটরসে মটর সাইকেলের মালিকানা পরিবর্তন করতে আসেন। এসব কাজ সেরে বিকালে তারা দুই বন্ধু আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। সাগর সখ করে বন্ধু মটরসাইকেল চালাচ্ছিলেন। তারা জগন্নাথপুর পৌছালে তাদের সামনে একটি পাখি ভ্যান পড়ে। ভ্যান গাড়িটি বাঁচাতে সাগর দ্রæত ব্রেক করলে মটরসাইকেলটি সড়কের উপরে মুখ থুবড়ে পড়ে। এতে মাথা ও মুখে মারাত্মক আঘাত পেয়ে দুজনে জখম হয়। এসময় ঘটনাস্থলেই চালক সাগর মারা যান বলে স্থানীয়রা জানায়। স্থানীয়রা সবুজকে দ্রæত স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ সাগরের লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধুর একজন মারা গেছে। তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আরেক বন্ধু আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্খা জনক অবস্থা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাগরের পরিবারের নিকট সংবাদ দেওয়া হয়। সন্ধ্যার পর পরিবারের লোকজন আসে। তাদের আবেদনের প্রেক্ষিতে লাশের সুরতাহাল রিপোর্ট শেষে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।