৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে বাবলু সভাপতি ও রনি সম্পাদক নির্বাচিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৭, ২০২২
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

উৎসব মূখর পরিবেশে আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বাধিক ভোটে আব্দুস সামাদ বাবলু সভাপতি এবং কামরুল হক রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সেলিম হোসেন সহ-সভাপতি, ক্রীড়া সম্পাদক পদে এনায়েত হোসেন সাবু নির্বাচিত হন ।

জানা গেছে, আলমডাঙ্গার গার্মেন্টস সমিতির নির্বাচন গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এবারে ভোটার সংখ্যা ছিল ১৭১ তার মধ্যে ১৬৩ ভোট পোল হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা হাজী মোহাম্মদ গোলাম রহমান সিনজুল বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতিক নিয়ে মোঃ আব্দুস সামাদ বাবলু। তিনি ৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার গোলাম আজম বিটু চাকা প্রতিক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুল হক রনি ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দীন বাবলু চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ ভোট। সহ-সভাপতি পদে মাছ প্রতিক নিয়ে সেলিম হোসেন ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী রিপন আলী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ এনায়েত হোসেন সাবু মই প্রতিক নিয়ে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বকুল পানির বোতল প্রতিক নিয়ে পেয়েছেন ৭২ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে রুবেল হেসেন, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদি হোসেন, কোষাধ্যক্ষ পদে শফিউল আলম মিলন হোসেন, প্রচার সম্পাদক পদে আলম হোসেন, ধর্মীয় সম্পাদক পদে রবিউল ইসলাম। ৪ জন কার্যকরী সদস্য হলেন খন্দকার রকিবুল ইসলাম রিয়েল আকরাম হোসেন, মহসিন আলী, ও অপু বিশ্বাস ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংকার সিরাজুল ইসলাম, ব্যাংকার মনিরুজ্জামান, বৃহত্তর কাপড় পট্টি সমিতির সভাপতি হাজী মোঃ গোলাম রহমান সিঞ্জুল । নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কাশেম টুকু। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, গার্মেন্টস মালিক সমিতির বিদায়ী সভাপতি সৈয়দ সাজিদুল হক মুনি, বণিক সমিতির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন ক্যাপ। আইনশৃংখলার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশের এসআই আমিনুর রহমান, মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram