আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালন
আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালন করেছে। দিনটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মিরা। বিকালে আলমডাঙ্গা বধ্যভ‚মির বেদীতে শহীদ স্মরণে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিরা পুষ্পমাল্য অর্পন করেন। এরপর বধ্যভূমির বেদিতে মোমবাতি প্রজ্জলন শেষে বধ্যভূমির সেডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওমর আলী।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম,শাহ আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, কাউন্সিলর খন্দকার মজিবুল হক, জহুরুল ইসলাম স্বপন, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা নুর নবী, মিজানুর রহমান জমির, রুবেল, মহর আলী, রেজাউল হক তবা, কলেজছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, রকি, সাকিব, রাজিব, অটাল, টিটন, সজিব প্রমুখ।