আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ, আলমডাঙ্গা পৌরসভাসহ সরকারি- বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে । এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় আলমডাঙ্গা শহরের লালব্রীজ সংলগ্ন বধ্যভূমির বেদীতে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা ওমর আলী। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, ইউআরসি ইন্সটেক্টর জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ.হামিদুল ইসলাম প্রমুখ।
সন্ধ্যায় আলমডাঙ্গা বধ্যভূমিতে বুদ্ধিজীবি দিবসে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, যুবউন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান হীরা, সদস্য জয়নাল আবেদীন ক্যাপ প্রমুখ।