আলডাঙ্গায় বিশ্ব টয়লেট দিবস ২০২২ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৪, ২০২২
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
“অদৃশ্যকে দৃশ্যমান করো”এ প্রতিপাদ্যকে নিয়ে আলডাঙ্গায় বিশ্ব টয়লেট দিবস ২০২২ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার ওয়েভ ফাউন্ডেশনের ওয়াটার ওআরজি এর সহায়তায় এক্সসেস প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে বেলগাছী গ্রামের বোর্ডপাড়ায় এ উঠান বৈঠান অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে নিরাপদ পানি ও মানসম্মত স্যানিটেশন নিয়ে আলোচনা ও গ্রামের মহিলাদের উদ্বুদ্ধ করা হয়। এসময় কিভাবে অনিরাপদ স্যানিটেশনের কারণে ভ‚গর্ভেস্থ পানি সম্পদকে দূষিত করছে, এর কারণে মানুষ প্রতিনিয়ত নানান রোগে আক্রান্ত হচ্ছে, এর সমাধান কি, এ সকল বিষয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফিল্ড মনিটর নাহিদা ফাতেমা, ইউনিট ম্যানেজার আলমগীর হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুজন আলী, হিসাব কর্মকর্তা আসাদুর রহমানসহ বেলগাছী বোর্ডপাড়ার অর্ধ শত নারী।