আলমডাঙ্গায় ১৩ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন রোয়াকুলি গ্রামের রেফাউল হক
আলমডাঙ্গায় ১৩ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন রোয়াকুলি গ্রামের রেফাউল হক। ১০ ডিসেম্বর শনিবার তাকে ৫ গ্রামের মন্ডল অসোসিয়েশনের সভাপতি ও ১৩ গ্রামের প্রধান মন্ডল আনুষ্ঠানিকভাবে রেফাউল হককে মন্ডলী গামছার পাগড়ী পড়িয়ে এবং শপথ করিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন। শপথ বাক্য পাঠ করান ডা. সামসুজ্জোহা সাবু।
রোয়াকুলি গ্রামের রেফাউল হকের পিতা খেদের আলী বেশ কিছুদিন আগে মৃত্যু বরণ করেন। পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডলদের খানা দিয়ে ছেলে মন্ডলী গ্রহণ করেন।
রোয়াকুলি গ্রামের রোয়াকুলি গ্রামের মন্ডল প্রধান রেজাউল করিম টগর মিয়ার সভাপতিত্বে এ মন্ডলী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল এ্যাসোসিয়েশন সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন, এখানে ৫ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল আছেন। আপনারা চাইলে আপনাদের ১৩ টি গ্রামকে উপজেলার মধ্যে বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। কলুষমুক্ত হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ডল প্রধান ডা. সামসুজ্জোহা সাবু, আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, খাইরুল ইসলাম মন্ডল, ফরিদপুর গ্রামের মন্ডল রিকাত আলী, এমদাদুল হক ঝান্টু।
রোয়াকুলি গ্রামের সেকেন্দার আলী উপস্থাপনায় উপস্থিত মন্ডল প্রধান মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কলিম উদ্দিনসহ ১৩ গ্রামের মন্ডল প্রধান। রেফাউল হক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আলমডাঙ্গা উপজেলার সভাপতি।