১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৯, ২০২২
96
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে, বাংলাদেশ কার্যক্রমের আওতায় নারী সমাবেশ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারি শিক্ষা অফিসার হুমায়ুন কবির, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মঞ্জুরুল ইসলাম বেলুু, হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এÐ কলেজ) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ শামীমা নাসরিন, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, উপজেলার লোক মোর্চার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। সভা শেষে পাঁচজন জয়িতা কে সম্মাননা দেওয়া হয়।

পাঁচজন জয়েতারা হলেন সফল জননী নারী হিসেবে রহিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এÐ কলেজ)“র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা নাসরিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডাক্তার শারমিন আক্তার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হেলেন আক্তার কামনা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জাকিয়া হোসেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram