আলমডাঙ্গা হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা হারদী গ্রামের হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিংসহ সকল মসজিদে ও ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া হারদী গ্রামস্থ হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিংএ কুরআন খতম দেওয়া হয়। বিকালে ইউনিয়ন
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আইনাল হক, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয় সম্পাদক আব্দুর রউফ শিলু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগ সকল নেতাকর্মি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য- গত ৬ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মা রূপসী খাতুন(৬৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ওই দিন সকালে তিনি বাড়ির পাশে কৃষি ক্লাব মাঠে হাঠতে গিয়ে অসুস্থতা বোধ করলে পাশের একটি দোকানে বসতে গিয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী প্রাথমকি চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। িিচকিৎসাধীন অবস্থা তিনি বিকাল ৩টার দিকে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মরহুমা রুপসী খাতুন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মরহুম রেজেক আলীর স্ত্রী ।