মাদরাসাতুত তাকওয়া“র উদ্যোগে ওয়াজ মাহফিল
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৬, ২০২২
184
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মাদরাসাতুত তাকওয়া“র উদ্যোগে ওয়াজ মাহফিল
৭ ডিসেম্বর, রোজ: বুধবার, বাদ আসর।
স্থান: আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠ।
প্রধান বক্তা: বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব শায়ক আহমাদুল্লাহ।
(চেয়ারম্যান, আস- সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা)
বিশেষ বক্তা : বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রব
( আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়া)
আরো স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করবেন
উক্তা মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবী হাসিল করুন।
পর্দাসহ মা বোনদের বসার সু-ব্যবস্থা থাকবে।
আয়োজনে: মাদরাসা কর্তৃপক্ষ। সার্বিক সহযোগীতায়: আলমডাঙ্গা বাসী।
বি:দ্র: শায়ক আহমাদুল্লাহ ইশার নামাজের কিছুক্ষণ পরই বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ।