হাটবোয়ালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এই আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজী জিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় তিনি বলেন, বাল্য বিবাহ, মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী চাঁদাবাজি ইভটিজিং ও বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড প্রতিহত করতে হবে। যে কোন ধরনের অপরাধ সরাসরি কাউকে বলতে না পারলে আপরানা ৯৯৯ এ কল দিয়ে জানাবেন। সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নিবে।
বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, আব্দুল মালেক, আবুল কাশেম মাষ্টার, সৈয়ব উদ্দিন, আব্দুল মান্নান।
হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকির উপস্থাপনায় উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, নাসির উদ্দিন, মনোরঞ্জন কর্মকারসহ হাটবোয়ালিয়া বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ।