আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ৪ ডিসেম্বর রবিবার রাতে মিয়াপাড়া সাদা ব্রিজ এলাকা থেকে জাহিদ হাসান রাফিকে ৫০ পিসসহ এবং ৫ ডিসেম্বর সোমবার দুপুরে মুন্সিগঞ্জ সোনাতনপুর মোড় থেকে ১০৩ পিসসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বর্তমানে বাবুপাড়ার বাসিন্দা জাহিদ হাসান রাফি(২৫) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল সেবন ও বিক্রয় করে আসছিল। রবিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই হাদিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মিয়াপাড়ায় অভিযান চালিয়ে জাহিদ হাসান রাফিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এদিকে আলমডাঙ্গা উপজেলার ছোটপুটিমারি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রিদয় আহম্মেদ (২২) এবং গড়চাপড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে রাকিব হাসান(২৩)“র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের অভিযোগ ছিল। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই রকিবুল ইসলাম ও এএসআই সাহাবুদ্দিন লস্কর গোপন সংবাদের ভিত্তিতে সোনাতনপুর মোড়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাদের দুজনকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ১০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।