আলমডাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ স্কাউটস আলমডাঙ্গা উপজেলার আয়োজনে বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস আলমডাঙ্গা উপজেলা কমিশনার ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট আলমডাঙ্গা উপজেলা সভাপতি রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, রফিকুল ইসলাম, শামীম সুলতান, স্কাউট আলমডাঙ্গা উপজেলা সহসভাপতি রেফাউল হক, আশরাফুল আলম, জেলা স্কাউটের সম্পাদক আব্দুল হান্নান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার মনিরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলা সম্পাদক নুরুল ইসলাম।
বাংলাদেশ স্কাউট আলমডাঙ্গা উপজেলা সহ-সম্পাদক মোল্লা ফেরদৌস-উল-রিজভীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মডেল একাডেমির প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম খাঁন, প্রশিক্ষক এ.এল.ডি নাজমুল হক, সি.এ.এল.ডি সাইদুল হক জোয়ার্দ্দার, গোলাম মোস্তফা, উড ব্যাজার রহমত উল্লাহ, আসাবুল হক, জহুরুল হক, কার্প লিডার ও সহকারি শিক্ষক আব্দুল মজিদ, ফিরোজুল ইসলাম, স্কাউট লিডার রুবেদুর রশীদ, তন্ময় কুমার বিশ^াস প্রমুখ।