আলমডাঙ্গায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের রেলজগন্নাথপুর গ্রামস্থ রেললাইনের ১৫৯/৮ নং পিলারের নিকট কাঠালগাছে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ নভেম্বর সন্ধ্যায় রেলজগন্নাথপুর গ্রামের কয়েকজন কৃষক কাঠাল গাছে মশারির পাইড় দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে দ্রুত আলমডাঙ্গা থানা পুলিশে সংবাদ দেয়। পরে পাইকপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।
জানাগেছে, উপজেলা কালিদাসপুর ইউনিয়নের রেলজগন্নাথপুর কুষ্টিয়া মিরপুর উপজেলা আমবাড়িয়া মাঠের রেললাইনের ১৫৯/৯ নং পিলারের নিকট কাঠালগাছে অজ্ঞাত যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরা দেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ নভেম্বর সন্ধ্যায় আগে যে কোন সময় দুই উপজেলার সীমান্তবর্তী মাঠে রেললাইনের পাশে নির্জন এলাকায় মশারির ছেড়া অংশ পাইড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রায় পৌনে ৫ টার দিকে জগন্নাথপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করার সময় দূর থেকে গাছে একটি যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা দ্রুত গিয়ে লাশ দেখে আলমডাঙ্গা থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশকে সংবাদ দেন।
পরে আলমডাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থুলে উপস্থিত হয়ে সীমানা নির্ধারন শেষে আলমডাঙ্গা থানা পুলিশ সুরতাহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে। অজ্ঞাত যুবকটির গায়ের রং শ্যামলা, গায়ে ব্লু কালারের ফুল হাতা গেঞ্জি ও পরনে জিন্স প্যান্টা । এবিষয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আজ ১ ডিসেম্বর অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাপাতালের মর্গে পাঠানো হবে।