আলমডাঙ্গা কুমারী ভেটেরিনারী কলেজের সামনের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
আলমডাঙ্গা কুমারী ভেটেরিনারী কলেজের সামনের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার কুমারী ভেটেরিনারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে হয়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্রেক্স পর্যন্ত প্রায় ৬শ ৮০ মিটার রাস্তার ডাবলু বিএমসহ পিস করণ কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন কুমারী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ঠিকাদার একরামুদ্দৌলা ঝিন্টু, তপন কুমার প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু বলেন, এ রাস্তাটির কাজ শেষ হলে ভেটেরিনারী ইনস্টিটিউটে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতয়াতের সুবিধা হবে। সেই সাথে এ এলাকার মানুষের সুবিধা হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হাত দিয়ে যত রাস্তাঘাট, স্কুল কলেজ ও মসজিদ মাদ্রসার উন্নয়ন হয়েছে। তা আর কোন সরকারের আমলে কোন এমপি করেনি।