১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৩০, ২০২২
86
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। বুধবার রাতে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহর আলি(৬৯) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরিপাড়ার মৃত রব্বানী আলির ছেলে। দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, বুধবার বিকালে মোহর আলি নিজ বাড়ি থেকে পায়ে হেটে জয়রামপুর বাসস্টন্ড এলাকায় আসছিল দামুড়হুদা হাটে বাজার করার জন্য।

এসময় বাড়ি থেকে বের হয়ে চৌধুরিপাড়ার নদীর ধারে পৌছালে রাস্তা পর হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়।

তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান লাশের সুরতাহল প্রস্তুত শেষে অন্য আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram