চুয়াডাঙ্গায় পাওয়ার ট্রিলার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইট বোঝাই পাওয়ার ট্রিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আহত মোটরসাইকেল আরোহিকে এক নারীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে দামুড়হুদা ডুগডুগি বাজারের হাউলি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে দামুড়হুদা থানায় নেওয়া হয়েছে।
নিহত বজলুর রহমান চুয়াডাঙ্গার দর্শনা বড়শলুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। দর্শনা রামনগর গ্রামের হিরা খাতুন নামের এক নারী আহত হয়েছে।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল যোগে দর্শনা থেকে বজলুর রহমান ও এক নারী দামুড়হুদায় আসছিল। পথিমধ্যে দামুড়হুদা ডুগডুগি এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বজলুর রহমান মারা যায়। আহত মোটরসাইকেল আরোহিকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।