৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্তিতে আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলের রেকর্ড : ৮০ জন গোল্ডেনসহ ১৪৪ এ প্লাস ও শতভাগ পাশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৮, ২০২২
95
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থীরা অভাবণীয় সাফল্য অর্জন করেছে। বরাবরের মত এবারও শতভাগ পাশসহ জিপিএ-৫ এ রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। ১৪৪ জন জিপিএ-৫ পাওয়ায় পরীক্ষার্থীরা ব্যান্ডপার্টি বাজিয়ে শহরে আনন্দোৎসব করে। ২৮ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শহরে আনন্দ মিছিল করে।


প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া হিরো জানান, চলতি বছরে স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ২০৩ জন। শতভাগ পাশসহ ১৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৮০ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। তিনি এ অনন্য সাফল্যে শিক্ষার্থী, আভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানান।


এ আনন্দোৎসবে যোগ দিয়েছিল অনন্য সাফল্য অর্জনকারী ব্রাইট মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান, ইমরান, নাবিল, রাকিবুল, হাসান, সজীব,আওয়াল, হুজাইফা, রাফিজুল, রাহুল হাসান, সরণ, ওবাইদুর রহমান, হবিবুল্লাহ, শামিম, আব্দুল্লাহ, মারুফ, সাজ্জাদ, রুহুল আমিন, রন্টু, বিলাস, এজাজ, হুমায়ুন আজাদ, শিহাব, শামিউর রহমান, সম্রাট, আল আমিন,তাওহিদ হাসনাইন, আতিকুর রহমান, রোমান, ইমান, তাওফিক, শাহরীয়ার জয়, অর্নব, আব্দুল্লাহ হুসাইন, মাহমুদ হাসান, জুনাইদ, ইমদাদ, ফাদলিল আজিম, জুয়েল, রোমিও রেশাদ, খালিদ সাকিব, শেখ মইন, সুলতানুল আরেফিন, ইয়াসির আরাফাত, সজিব, সিফাত, সাদাদ রাকিব, নাঈম উদ্দিন, ইশতিয়াক, লিমন, রুহুল, অরণ্য, সাব্বির রেজা, আবির হাকিম, মেজবাহ, মাহিন আল শাওন, মুস্তাফিজুর, সাম্য, সুবাস, বর্ষন, হুসাইন, মুক্তাদিরুদেশ, সাগর, আকাশ, জিসান, নিশাত,শামসুল আরেফিন, নাফিজ, অর্ঘ্য, শিহাব, মীর তাসনীম, নয়ন আহমেদ বাদশা, মুশফিক, বাপ্পী মিয়া, সজিব, আশরাফি মর্তুজা, জিহাদ, আশিকুর রহমান, রুহুল আমিন, জিহাদুল ইসলাম, হামিম, সোহান, আসিফ, সোহান, জিহাদ, সোহান, তৌফিক, সোলাইমান হক,রুমন রেজা, নাঈম, তৌফিক, আশিক, মিতুল, অন্তরা, সুমাইয়া, রাফা, মারিয়া, মুবাসিসরা মিম, বিথী, মনিকা, শুভেচ্ছা, হুমাইরা, শাহনমা, অন্তি রানী, আমেনা, পুস্প, ফ্লোরা, শবনম, মুস্তারী, সুরাইয়া শিমু, তাসনিম আরা, লিসা, স্নিগ্ধা, প্রীতি, সাদিয়া, আরেফিন, জেসমিন, রামিস আঞ্জুম, বৃষ্টি, জুঁই, ফাহমিদা, সাফিয়া বৃষ্টি, তটিনি, সামিরা কলি, রুবি, সারিকা পারভীন, তিসা, নেহা, ইতি, রেখা খাতুন, শুপ্রতা, মিম আক্তার, তামান্না খাতুন, রিমি, হাবিবা, তাসনিম আক্তার, আয়েশা আরবি, ফাইজা মিস্টি, লিমা, তানজিম সুহা, হিরা, ইশরাত জাহান মৌ, জান্নাতুল ইতি, আভা, ফাল্গুনী, লামিয়া, নিশি সুলতানা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram