আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রাম থেকে কৃষকের ২ টি গরু চুরি
আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রাম থেকে কৃষকের ২ টি গরু চুরির ঘটনা ঘটেছে। ২২ নভেম্বর মঙ্গলবার রাতে দুটি গরু চুরির ঘটনা ঘটলেও চোরেরা একটি গরু শেখপাড়ার মাঠে ফেলে রেখে যায়।
গ্রামসুত্রে জানা গেছে,আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত সবদ আলীর ছেলে কৃষক মানোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় দুটি গরু গোয়ালে রেখে ঘুমিয়ে যান। ভোরে উঠে দেখেন গরু দুটি গোয়ালে নেই। রাতের কোন এক সময় চোরেরা গরু দুটি গোয়াল থেকে খুলে নিয়ে গেছে চোরচক্র। অনেক খুঁজে শেখপাড়ার মাঠের বরজে একটি গরু পান। গরুটি পিটিয়ে জখম করা অবস্থায় ছিল। কৃষকে মানোয়ার হোসেনের ধারণা লাঠি দিয়ে পিটিয়েও গরুটি নিতে না পেরে চোরেরা মাঠে ফেলে রেখে গেছে।
তিনি জানান, চুরি হয়ে যাওয়া গরুটির আনুমানিক ৮০ হাজার টাকা হবে। এদিকে ইতোপূর্বেও এই এলাকা থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এভাবে গরু চুরির ঘটনায় কৃষকের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।