১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যান্ট-আলমগীর হোসেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২২, ২০২২
116
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বাংলাদেশের প্রথম সরকারের শপথের দিন গার্ড অব অনার প্রদান টিমে অংশ নিয়েছিল আনসার বাহিনি

আলমডাঙ্গায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর হোসেন।

এসময় তিনি বলেন, আনসার বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার দিয়েছিলেন। আমরা গভীর শ্রদ্ধাভরে তাদের স্মরণ করি। বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফায় আনসার বাহিনীকে মিলিশিয়া বাহিনীর মর্যাদা দেয়ার দাবি জানানো হয়েছিল। জাতির যে কোনো প্রয়োজনে আনসার বাহিনী সাহসকিতার সঙ্গে সাড়া দিয়েছে। বর্তমানে দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে এই বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুশৃংখল এই বাহিনী যে কোন প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহদেন ডন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি জেলা কমান্ড্যান্ট কামরুল ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ জকু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্চ ইন্সট্যাক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর হোসেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আলমডাঙ্গা শাখা ম্যানেজার শাহজাহান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন, জীবন নগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চায়না খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশিক্ষক আরিফ হোসেন, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষক মাজেদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা রওশন আরা প্রমুখ।

অনুষ্ঠানে নিজেদের কাজে বিশেষ অবদান রাখায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কর্মরত শ্রেষ্ঠ আনসার ও ভিডিপি সদস্যবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram