আলমডাঙ্গার নতীডাঙ্গায় বালতির পানিতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার নতীডাঙ্গায় গোসল করতে গিয়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার সময় মুদি ব্যাসায়ি আশাবুল হকের ২ বছর বয়সি মেয়ে মরিয়ম বালতির পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
এ সময় মরিয়মের মা মাজেদা খাতুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত মরিয়মকে মুন্সিগঞ্জ এর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষনা করেন।
মরিয়মের বাবা আশাবুল জানয়, আমি দোকান থেকে শুনছি আমার মেয়ে পানিতে ডুবে গেছে তাকে দ্রুত চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যায় তখন সেখানকার ডাক্তার বলে আমার মেয়ে আর বেছে নেই।
স্থানীয় সুত্রে জানা যায় মরিয়ম নিয়মিত একাই বালতির পানিতে গোসল করতো আজকে গোসল করতে গিয়ে কিভাবে বালতির পানিতে আটকিয়েছে এ বিষয়ে আমাদের কোন ধারনা নেই।
গতকাল শুক্রবার আছর নামাজের পর মরিয়মের লাশ গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।