আলমডাঙ্গার কাশিপুর মাঠে জমি সক্রান্ত জেরে এক কৃষকে পিটিয়ে জখম
বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার কাশিপুর মাঠে আদালত থেকে দখল দেওয়া জমিতে ধান কাটতে গেলে কাশিপুর মাঝের পাড়ার জলিল মন্ডলের ছেলে মনজেল(৫৫) পিটিয়ে আহত করেছে গড়চাপড়া গ্রামের কয়েক জন।
জানা যায় প্রায় ১৩ বছর আগে ভুল রেকর্ড সংশোধনের জন্য মনজেল মামলা করে আদালতে এ মামলার রায় মনজেলের পক্ষে হয় এবং আদালত থেকে দখল করেও দেন জমি।
যার কারনে মনজেল সেই জমিতে ধান চাষ শুরু করে গতকাল শুক্রবার সকাল ১০ টা দিকে জমিতে ধান কাটতে গেলে মনজেলকে গড়চাপড়া গ্রামের গনি,নইমুদ্দিন, কাটি মোল্লা, মনির উদ্দিন ও তার লোকজন মিলে লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে।
এতে মনজেলের অবস্থা বেগতিক দেখে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় মনজেলের বিভিন্ন স্থানে আঘাতের পরিমানটা বেশি তবে এখন অবস্থা অনেক ভালো।
এ বিষয়ে ভুক্তভোগী মনজেল জানায় আদালত থেকে আমাকে দখল করে দিয়ে গেছে তা সত্বেও আমাকে বিভিন্ন সময় হুমকি দেয় এই জমিতে তুই আর আসতে পারবি নি, তাই আমি এর সঠিক বিচার চাই।
সর্বশেষ তথ্যমতে আলমডাঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।