আলমডাঙ্গায় কুরআনিস্ট মতবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আলমডাঙ্গায় কুরআনিস্ট মতবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব আলমডাঙ্গা কাছারীপাড়া দারুস সুন্নাহ নুরানী একাডেমীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াত এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাওলানা আম্মারুল হক এবং বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির হিস্ট্রি এন্ড সিভিলাইজেশ্যন ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাওলানা হুজাইফা আওয়াদ। আলমডাঙ্গা উপজেলা মসজিদের খতীব মাওলানা মাসউদ কামালের দুআর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
মাওলানা ইমদাদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন হাফেজ আল ইমরান বকুল। মাওলানা আম্মারুল হক তার আলোচনায় কুরআনিস্ট মতবাদের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস বিস্তারিত তুলে ধরেন। এছাড়া, মাওলানা হুজাইফা আওয়াদ হাদীসের প্রামাণ্যতা ও সংকলনের ইতিহাসের উপর প্রামাণ্য আলোচনা উপস্থাপন করেন।
ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন' আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পশুহাট মসজিদের খতীব মাওলানা হোসাইন আহমাদ, মাদরাসাতুুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, বড় মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর মাদরাসাতুস সুন্নাহর পরিচালক কামরুজ্জামান, দারুস সুন্নাহ একাডেমীর পরিচালক ফেরদৌস ওয়াহিদ, আশরাফুল আলম, দারুল ইসলাম নুরানী মাদরাসার শিক্ষক ইকরামুল হকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ইসলাম প্রিয় জনতা।