ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে বীমা করে মেয়াদ শেষে টাকা না পেয়ে থানায় অভিযোগ
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে বীমা করে মেয়াদ শেষেও প্রস্তাবিত টাকার কিছুই ফিরে পাননি বলে থানায় অভিযোগ করেছেন আলমডাঙ্গার কেশবপুর গ্রামের একত আলী নামের এক কৃষক। কিস্তির ৫৭ হাজার ৭শ টাকা পর্যন্ত খোয়াতে হয়েছে একত আলীর। তিনি বছর খানিক ঘুরে টাকা না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ফারইস্ট ইসালামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রতিনিধি কেশবপুর গ্রামের জহুরুল ইসলাম একই গ্রামের রফাল মন্ডলের ছেলে কৃষক একত আলীর কাছে বীমার লোভনীয় প্রস্তাব দেন। প্রস্তাবে পড়ে একত আলী ১০ বছর মেয়াদি বীমার একটি পলিসি খোলেন। পলিসির কিস্তি বাবদ একত আলী বীমা কর্মী জহুরুলের কাছে ৫৭ হাজার ৭শ টাকা দেন।
একত আলী বলেন, কিস্তি আর না দিলেও মেয়াদ শেষে পুরো টাকা ফিরে পাব বলে জহুরুল তাকে জানান। একই কথা বলেন কোম্পানীর আলমডাঙ্গা শাখার প্রধান এরশাদপুর গ্রামের বদিউল আলমও। মেয়াদ শেষে একত আলী বীমা অফিসে এসে টাকার দাবি করলে বদিউল আলম বীমা কর্মী জহুরুলের সাথে কথা বলে লেনদেন ঠিক করতে বলেন। জহুরুল দেখান বদিউলকে আর বদিউল দেখান জহুরুলকে। এভাবেই কেটে গেছে এক বছর। অবশেষে একত আলী দুইজনকে বিবাদি করে থানায় অভিযোগ দেন।