৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানা পুলিশের সাথে পৌর এলাকায় চুরি রোধকল্পে ভাঙ্গাড়ি ব্যবসায়ীদের মতবিনিময় সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৬, ২০২২
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশের সাথে পৌর এলাকার পাড়া মহল্লায় চুরি রোধকল্পে পুরাতন মালামাল ক্রয় বিক্রয় ব্যবসায়ীদের (ভাঙ্গাড়ি ব্যবসায়ী) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বুধবার বিকাল ৫টায় থানার অফিসার কনফারেন্স রুমে বণিক সমিতির সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গাড়ি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ সভাপতিত্বে করেন সাইফুল ইসলাম। এসময় পাড়া-মহল্লায় চুরি বন্ধে ভাঙ্গাড়ি ব্যবসায়ীদের উদ্যেশ্যে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে অপরিচিত কোন ব্যক্তি সন্দহজনক যেমন বৈদ্যুতিক মোটর, পানির কল, বৈদ্যুতিক তার, রেলের সরঞ্জাম, লোহালক্কড় প্রভৃতি বিক্রি করতে গেলে বিক্রেতার ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাম ঠিকানা লিখে রাখবেন। প্রয়োজনে তাকে বসিয়ে রেখে পুলিশে খবর দিবেন। শহরের মোট ১৮টি ভাঙ্গাড়ি ব্যবসায়ীর দোকানে পুলিশ মাঝে-মধ্য গিয়ে মালামাল ক্রয়-বিক্রয় দেখভাল করা হবে। তিনি আরো বলেন, এলাকায় চুরি বন্ধে প্রত্যকের ভুমিকা রয়েছে। যার যার অবস্থান থেকে চুরি বন্ধে ভুমিকা রাখা জরুরী।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বনিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। থানার এসআই আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মুদি ও মনোহরি সমিতির সাধারন সম্পাদক আলা উদ্দিন, ভাঙ্গাড়ি ব্যবসায়ী মনিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন প্রমূখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram