আলমডাঙ্গায় আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে থানা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময়
আলমডাঙ্গা থানা পুলিশের সাথে উপজেলার আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, এনজিও, এজেন্ট ব্যাংক, ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিং প্রতিনিধিদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন, যে কোন প্রতিষ্ঠানের অর্থ বহনকারীকে সূর্যাস্তের পূর্বেই গন্তব্যে পৌঁছতে হবে। প্রয়োজনে থানা ও স্থানীয় ক্যাম্প পুলিশকে অবহিত করতে হবে। মোবাইল ব্যাংকিং ডাচবাংলা, রকেট, নগদ, বিকাশ, শিওর ক্যাশে লেনদেন করার সময় ৫ হাজার টাকার অধিক অর্থ উত্তোলনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মালিক সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, মুদি মনোহরি সমিতির সাধারন সম্পাদক আলা উদ্দিন, সদস্য জয়নাল আবেদিন(ক্যাপ), টিএমএসএসের শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, সিও এনজিওর শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, সিএসএসের শাখা ব্যবস্থাপক রিপন গোলদার, উদ্দীপনের শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, রিকের শাখা ব্যবস্থাপক গোলাম রসুল, আত্মবিশ^াসের শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের জামজামি বাজারের ম্যানেজার মিজানুর রহমান, রবির ডিএসআর তারিকুল ইসলাম, গ্রামীন ফোনের এসই আল-আমিন, বিকাশ এজেন্ট আক্তারুজ্জামান দুলু, ফাইজা টেলিকমের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মিলন, বণিক সমিতির অফিস সহকারি বজলুর রহমান প্রমুখ।