আলমডাঙ্গার হাউসপুর গ্রামে বাড়ির প্রাচীর নির্মান করতে না দেওয়ার অভিযোগ
আলমডাঙ্গার হাউসপুর গ্রামে বাড়ির প্রাচীর নির্মান করতে না দেওয়ার অভিযোগ উঠেছে লোকমানসহ তার ভাইবোনদের বিরুদ্ধে। ১৪ নভেম্বর সোমবার আসাননগর গ্রামের লাল্টু তার মায়ের নামে দীর্ঘবছর আগে ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মান করতে গেলে লোকমানসহ তার ভাইবোন বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
জানাগেছে, উপজেলার আসাননগর গ্রামের মৃত খেদ আলী মন্ডলের স্ত্রী শাহারন নেছা ও তার ভাই জাহের আলী হাউসপুর গ্রামে কিছু শতক জমি ক্রয় করে। কিছুদিন পর জাহের আলী তার অংশ হাউসপুর গ্রামের মৃত মিন্নাল খাঁর ছেলে মেয়েরা ক্রয় করে। এই জমি ক্রয়ের পর তারা সবটুকু জমি জোরপূর্বক ভোগদখল করতে থাকে। লাল্টু তার মায়ের জমিতে প্রাচীর নির্মানের জন্য ইট নিয়ে গেলে তা ফেলে দিয়ে নষ্ট করেছে। এবিষয়ে ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামের নিকট লাল্টু তার মায়ের জমি দখল নেওয়ার জন্য অভিযোগ করেন। ১৪ নভেম্বর শাহারনের জমির অংশে তার ছেলে লাল্টু প্রাচীর নির্মান করতে গেলে লোকমানসহ তার বোনেরা বাধাঁ প্রদান করে। এসময় হাউসপুর গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এবিষয়ে লাল্টু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ডাউকি ইউনিয়ন পরিষদে লাল্টু লিখিত অভিযোগ করে, প্রথমে নোটিশ করা হলে বিবাদী পক্ষ হাজির হয়নি। পরবর্তীতে ২য় নোটিশে জমি মাপ জোক করার জন্য তারিখ ও সময় দেওয়া হয়। বিবাদী কোন কাগজপত্র দেখায়নি। ধার্য তারিখে জমি মাপজোক করতে গেলে বিবাদী পক্ষ বাধা প্রদান করে। এসময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।