আলমডাঙ্গায় স্কুল পড়ুয়া প্রেমিকার বাল্য বিয়ে ৯৯৯ কল দিয়ে বন্ধ করল প্রেমিক
প্রেমিকার বাল্য বিয়ের খবর পেয়ে ৯৯৯ কল দিয়ে বন্ধ করল কলেজ পড়ুয়া প্রেমিক। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ১০ শ্রেনীর ছাত্রী। মেয়ের বাবাকে বাল্য দিয়ে দেওয়ার আয়োজন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী। ওই স্কুল ছাত্রী একই গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়টি মেয়ের বাবা জানতে পেরে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে শুরু করে। গত কয়েকটিন আগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা নকরবাকা গ্রামের রুবেল নামে এক ছেলে সাথে বিয়ে ঠিক হয়।
১৫ নভেম্বর মেয়ের বাবা সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। কিছুক্ষনপর বর আসবে। এরই মাঝে কলেজপড়ুয়া প্রেমিক ৯৯৯ কল দিয়ে প্রেমিকার বাল্য বিয়ের কথা বলে। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বর যাত্রীদের জন্য আয়োজন করা সকল খাবার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের নিকট বুঝিয়ে দিয়ে আসেন।