আলমডাঙ্গা মোড়ভাঙ্গা থেকে অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল চুরি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৪, ২০২২
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা মোড়ভাঙ্গা থেকে অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সুযোগ সন্ধানী চোর চক্র। ১৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে রেখে ভেতরে যায়। কিছুক্ষন পর এসে দেখতে পায় সখের মোটরসাইকেলটি নেই।
জানাগেছে, উপজেলা মোড়ভাঙ্গা গ্রামের মৃত মহরম আলীর ছেলে নাহিদ হাসান তার এ্যাপাসি আরটিআর মোটরসাইকেলটি নিয়ে বামন্দি বাজারের কাজ সেরে প্রায় পৌনে ৬ টার দিকে বাড়ি ফিরে আসে। মোটরসাইকেলটি গেটের বাইরে রেখে বাড়ির ভেতরে যায়। কিছুক্ষন পর এসে দেখতে পায় তার সখের অ্যাপাসি আরটিআর (চুয়াডাঙ্গা-১১-৪৪৬৬) মোটর সাইকেলটি নেই।
অনেক খোঁজাখুঁজি করে পায়নি। তখন তার আর বুঝতে বাকী নেই যে তার সখের মোটরসাইকেলটি সুযোগ সন্ধানী চোরচক্র চুরি করে নিয়ে গেছে। কোন উপায় না পেয়ে আলমডাঙ্গায় নাহিদ হাসান জিডি করেছে।