৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাটবোয়ায়িলা বাজারে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৪, ২০২২
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ায়িলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। ১৪ নভেম্বর সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।


জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অবিযানে মেয়াদ উত্তীর্ণ, মূল্য তালিকা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করেন। অভিযানে অপর্না খাদ্য ভান্ডার শ্রীদাম পাল কে ২০০৯(ক)৩৮ধারা ২ হাজার টাকা, (ক)৩৮/৫১ ধারায় তমা ট্রেডার্স আবু তালেব কে ৮হাজার টাকা, পান্না ট্রেডার্স কে (ক) ৪০ ধারায় ২হাজার টাকা, ও (ক)৩৭/৫১ ধারায় সেবা ফার্মেসী আলফাজ কে ৮ হাজার টাকা জরিমানা করেন। এসময় সবাইকে সতর্ক করে দেন ভবিষ্যতে কেউ যেন মালামাল মূল্য বিহীন কোন জিনিস না বিক্রয় করেন।

ভ্রাম্যমান অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দিন সহ চুয়াাডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram