১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২“র উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৪, ২০২২
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২“র উদ্বোধন আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মঞ্চ চত্বরে সকাল ১০টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এর আগে দিনটি উপলক্ষে উপজেলা চত্তর থেকে বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চের আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় বলেন; এই মেলার উদ্দেশ্য হচ্ছে সরকারের ডিজিটাল কার্যক্রম জণসাধারণের মধ্যে তুলে ধরা। যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার, প্রশাসনের ই-সেবা কেন্দ্র, অনলাইন জিডি, অনলাইনে জমির মিউটেশনের আবেদন করা, অনলাইনে ভর্তি ও আবেদন করা, অনলাইনে চাকরির আবেদন করাসহ বিভিন্ন অনলাইন সেবার কার্যক্রমের মান আরও গতিশীল করা। এসব সেবার মান আরও আধুনিকায়নকরণের জন্য ডিজিটাল উদ্বোধনী মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর মোহাম্মদ জকু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, একাডেমি সুপার ভাইজার ইমরুল হক, আলমমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্র্প্তা প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌল্লা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, ওজোপাডিকোর উপসহকারি প্রকৌশলী রোকন উদ্দিন ফিরোজ প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা উদ্ভাবনী মেলার স্টোল পরিদর্শন করেন। পরে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram